জোস প্যালার লিন নামে আমেরিকার এক যুবক গৃহহীন এক ব্যক্তিকে দান করেন ১০০ ডলার। তিনি মনে করেছিলেন, ওই ব্যক্তি হয়তো টাকা পাওয়ার পর অ্যালকোহল কিনবেন আর এজন্যই তিনি ওই ব্যক্তিকে গোপনে ক্যামেরা নিয়ে তাকে পর্যবেক্ষণে রাখেন। সম্প্রতি সেই ভিডিওটি ইউটিউবে আপলোড করেছে লিন।
আপলোডকৃত ভিডিওটিতে দেখা গেছে, লিন ওই ব্যক্তিকে রাস্তায় ভিক্ষা করতে দেখে ১০০ ডলার দান করে তার উপর নজরদারি রাখছেন। এক পর্যায়ে ওই ব্যক্তি একটি পার্কে ঢুকে ওই টাকা দিয়ে কিছু খাবার কেনে এবং সেই খাবার বিতরন করছে পার্কের অপরিচিত লোকদের। এই কাণ্ড দেখার পর লিনের সম্পূর্ণ ধারনাই পাল্টে যায় লোকটি সম্পর্কে। এরপর লিন ওই লোকটিকে আরো ১০০ ডলার দেন।
গৃহহীন ওই লোকটি লিনকে বলেন, পৃথিবীতে এমন অনেক লোক আছেন যারা আসলে পরিস্থিতির শিকার। গৃহহীনদের মধ্যেও অনেক ভালো মানুষ আছেন।
সূত্র: হাফিংটন পোষ্ট