হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ বর্তমান সরকার ধর্মীয় বিষয় সব সময় আন্তরিক বলে উল্লেখ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী নূুরুজ্জামান আহমেদ এমপি।
১লা অক্টোবর মঙ্গলবার সকালে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী কর্মকর্তা রবিউল হাসানের সভাপতিত্বে আসন্ন দূর্গাৎসব উপলক্ষে সরকারী অনুদান দেওয়ার প্রাক্কলে এ কথা বলেন তিনি।
সমাজকল্যান মন্ত্রী আরো বলেন, অবহেলিত সীমার্ন্তবর্তী পশ্চাৎপদ লালমনিরহাট জেলার উন্নয়নে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃস্টি রয়েছে। তাহার একান্ত আন্তরিকতার কারনে এ জেলার উন্নয়ন ত্বরানিত দ্রুত হচ্ছে।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের শ্রেষ্ট সফল উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।
আরো ও উপস্থিত ছিলেন জেলা সহকারী পুলিশ সুপার( বি-সার্কেল) তাপস কুমার সরকার, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আবু সাঈদ, উপজেলা পূঁজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দেবদাস রায় বাবুল প্রমুখ।
এ সময় সমাজকল্যাণ মন্ত্রী কালীগঞ্জ উপজেলার মোট ৮৬ টি পূঁজা মন্ডবে সরকারী চালের ডিও লেটার ও নগদ অর্থ প্রদান করেন।