ঢাকা: তারকারাই ভক্তদের সবথেকে বেশী কাছে যেতে পারে। আর তাই সচেতনতামূলক কাজের জন্য বরাবরই তারকাদের অন্তর্ভুক্ত করা হয়। এবার মরণব্যাধি এইডস নিয়ে গান গাইলেন বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী কণা। ‘ওরে আমার মনো/বন্ধু আমার শোনো/ এইডস রোগের তথ্য কিছু/ নতুন করে জানো’ কথার গানটি লিখেছেন ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ।
গানটির সুর-সঙ্গীত করেছেন বাপ্পা মজুমদার। কণার পাশাপাশি এতে দ্বৈত কণ্ঠও দিয়েছেন বাপ্পা। ইতোমধ্যেই গানটির ভিডিও বিটিভিতে প্রচারিত হচ্ছে। এ প্রসঙ্গে কণা বলেন, ‘সচেতনতামূলক বহু গানেই আমি কণ্ঠ দিয়েছি। আর সামাজিক সচেতনতামূলক গান গাওয়ার প্রস্তাব পেলে আমি তা আনন্দের সঙ্গেই গ্রহণ করি। গানের মাধ্যমে আমি মানুষকে সচেতন করতে চাই। আমার গান শুনে অন্তত একজন মানুষ সচেতন হলেও আমার গাওয়া স্বার্থক হবে।’
স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে গানটি তৈরি করা হয়েছে। এদিকে, একসঙ্গে দুই অ্যালবামের কাজ করছেন কণা। এর মধ্যে একটি আধুনিক; অন্যটি নজরুল সঙ্গীতের অ্যালবাম। কণার ভাষ্য, ‘একসঙ্গে দুটো অ্যালবামের কাজ করছি। কোনটা আগে প্রকাশ হবে তা এখনো বলা যাচ্ছে না। তবে দুটি অ্যালবামই চলতি বছরে প্রকাশ করতে চেষ্টা করব। দীর্ঘ সময় ধরে নজরুল সঙ্গীতের অ্যালবামের কাজটি করছি। আর সবেমাত্র আধুনিক গানের অ্যালবামের কাজ শুরু করেছি।’
বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন কণা। সর্বশেষ গত শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে পারফর্ম করেন তিনি। সম্প্রতি তার অংশগ্রহণে বেশকিছু মিশ্র অ্যালবামও প্রকাশিত হয়েছে। উল্লেখ্য, সর্বশেষ ২০১১ সালে প্রকাশিত হয় কণার তৃতীয় একক ‘সিম্পলি কণা’। পরের বছর প্রকাশ হয় এর মিউজিক ভিডিও অ্যালবাম ‘সিম্পলি কণা- দ্য মিউজিক ভিডিও অ্যালবাম’।