রাজৈর (মাদারীপুর): মাদারীপুর সরকারি নাজিম উদ্দিন কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট নিক্ষেপ করে। আজ বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মাদারীপুরে দীর্ঘদিন থেকেই ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে কমিটি গঠন নিয়ে বিরোধ চলে আসছে। এক গ্রুপ সাবেক নৌ মন্ত্রী ও স্থানীয় এমপি শাজাহান খান সমর্থিত অপর গ্রুপ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম সমর্থিত।
আজ সকালে দু’গ্রুপ কলেজে আসলে উভয়পক্ষ পালটাপালটি মিছিল করে। একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকটি হলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় দু’পক্ষের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি বর্ষণ করে। এতে একাধিক ছাত্র রাবার বুলেটবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হন। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া যায়। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি থমথমে।