চেন্নাইয়ে যৌন নির্যাতনের অভিযোগে সান টিভির সিও গ্রেপ্তার

সারাবিশ্ব
image_167878.girlsসান টিভির চিফ অপরেটিং অফিসার সি প্রবীণের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনলেন ওই মিডিয়া সংস্থাটির প্রাক্তন এক কর্মচারী। এ ঘটনায় আজ শুক্রবার চেন্নাই পুলিশ প্রবীণকে গ্রেপ্তার করেছে। সান টিভির বর্তমান মালিক কালানিথি মারান।
জানা গেছে, কেরালাতে বদলি করে দেওয়ার পরই এই ঘটনার অভিযোগকারিণী পাঁচ মাস আগেই সান টিভি থেকে পদত্যাগ করেছিলেন। এখনও তিনি তাঁর প্রাপ্য টাকা পাননি।
এ ব্যাপারে চেন্নাইয়ের ক্রাইম ব্রাঞ্চের উচ্চপদস্থ এক অফিসার জানিয়েছেন, গত দুই বছর ধরে এক মহিলার উপর যৌন নিগ্রহ চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সান টিভির সিও কে। সান নেটওয়ার্কের মালায়ালম চ্যানেলে প্রোগ্রামিং সেকশনে উচ্চপদে চাকরি করতেন ওই মহিলা। পুলিসের কাছে প্রমাণ হিসাবে অভিযোগকারিনী তাঁর হোয়াটসঅ্যাপ, এসএমএস ও কল রেকর্ড জমা দিয়েছেন।
উল্লেখ্য, এই বছরের প্রথম দিকে সান টিভির এক এডিটরের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছিলেন এক মহিলা অ্যাঙ্কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *