ভুটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

Slider খেলা জাতীয়


ভুটানকে ৩-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দল। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফের ফাইনাল নিশ্চিত করল বর্তমান রানার্সআপ বাংলাদেশ।

আজ শুক্রবার সকাল সোয়া ১১টায় কাঠমুন্ডুতে অনুষ্ঠিত এ ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশের যুবারা। খেলার দ্বিতীয় মিনিটেই তানভীরের গোলে প্রথম লিড পায় বাংলাদেশ। এরপরে ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফয়সাল আহমেদ ফাহিম। এর কিছুক্ষণ পরে গ্রুপ পর্বে চমক দেখানো ভূটানের জালে আবারো বল জড়ান মেরাজ হোসেন। তার গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দল।

বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলায় গোল না পেলেও একের পর এক আক্রমণ চালিয়ে যায় বাংলাদেশি টাইগাররা৷ অবশ্য সঠিক ভাবে ফিনিশিং দিতে পারলে বাংলাদেশের ঝুলিতে আরও দুই-একটি গোল যোগ হতো।

অপরদিকে পুরো খেলায় বাংলাদেশের সামনে তেমন কোন শক্তিশালী আক্রমণ করতে পারেনি ভুটান। কারণ যতবারই আক্রমণে আসে ততবারই বাংলাদেশি ডিফেন্সর সামনে এসেই থেমে যায়। তাই বড় ব্যবধান হার নিয়ে তাদের মাঠ ছাড়তে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *