ময়মনসিংহ: ময়মনসিংহে আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় শুরু হচ্ছে বিএনপির বিভাগীয় সমাবেশ। শহরের রেল স্টশন কৃষ্ণচূড়া চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবেশস্থলে এরইমধ্যে শেষ হয়েছে মঞ্চ নির্মাণ। টানানো হয়েছে পর্যাপ্ত মাইক। দলের নেতা কর্মীরাও মিছিল সহকারে সমাবেশ স্থলে আসা শুরু করেছেন।
দলীয় সূত্র জানায়, আজকের সমাবেশ অনুষ্ঠিত হওয়া নিয়ে কিছু অনিশ্চয়তা ছিল। তবে শেষ পর্যন্ত অনুমতি মেলে সমাবেশের। অনুমতি পাওয়ার পর ময়মনসিংহ বিএনপির নেতাকর্মীরা উদ্দীপনা সৃষ্টি হয়। সমাবেশ সফল করতে কাজ শুরু করে দেন তাঁরা। ইতিমধ্যেই বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা ময়মনসিংহে চলে এসেছেন। সমাবেশে যোগ দিতে নেত্রকোনা, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ জেলা থেকেও নেতাকর্মীরা আসতে শুরু করেছেন।
সকাল থেকেই নতুন বাজার বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা এসে জমায়েত হন। সেখান থেকে মিছিল সহকারে তাঁরা সমাবেশ স্থলের দিকে রওনা দেন।
সূত্র আরো জানায়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম। এ ছাড়া ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, প্রমুখ কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকবেন। অনেক কেন্দ্রীয় নেতা চলে এসেছেন। আবার কেউ কেউ পথে আছেন।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (দক্ষিণ) আলমগীর মাহমুদ আলম বলেন, সমাবেশ সফল করার জন্য তাঁরা সকল প্রস্তুতি সম্পন্ন নিয়েছেন।