ডেস্ক | ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গ’ ইউনিটের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ¯œাতক ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিজনেস স্টাডিজ অনুষদের এই পরীক্ষায় পাস করেছে মাত্র ১৫.৪৯ শতাংশ শিক্ষার্থী। গত বছর এই পাসের হার ছিল ১০.৯৮% শতাংশ।
এবার ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪ হাজার ৩৬২ ছাত্র-ছাত্রী। অনুত্তীর্ণ হয়েছেন ২৩ হাজার ৮০৭ জন।
আজ বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ফল প্রকাশ করেন।
এবার ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ২৯ হাজার ০৫৮ জন। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২৮ হাজার ১৬৯ জন। এমসিকিউতে পাস করেন ৬ হাজার ৮০২জন। এর মধ্যে লিখিত পরীক্ষায় পাস করেন ৪ হাজার ৩৬২জন। বিভিন্ন কারণে ৬৮টি উত্তরপত্র বাতিল হয়েছে।
‘গ’ ইউনিট ভর্তি পরীক্ষায় অবতীর্ণ ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন।
এছাড়া আবেদনকারীরা যেকোনো অপারেটরের মোবাইল ফোন থেকে উট এঅ টাইপ করে ১৬০২১ নম্বরে এসএমএস করে ফিরতি এসএমএস-এ ফলাফল জানতে পারবেন।