পাহাড় যতই উচু হোক না কেন
তা আকাশের নিচেই অবস্থিত।
আকাশ কাঁদলে তা বৃৃষ্টি হয়ে ঝড়ে
পাহাড়ের কান্না কেন বল ?
অশ্রু হয়ে গড়িয়ে পড়ে।
আকাশের কাছে আছে একরাশ নীল
পাহাড়ের কাছে আছে সবুজের মিল।
আকাশের নিচে মাটির খুব কাছে
প্রেমের এই পৃথিবী
ভাল লাগে যে সবি।
তুমি যদি হও শিল্পী
আমি হব তোমারই ছবি
ভাল লাগে যে সবি।
মেঘেরই ওড়না পাহাড়ি ঝর্ণা,
ফুলেরই এই সুরভি
ভাল লাগে যে সবি।
জ্বলে জ্বলে জোনাকী
দিয়ে যায় আলো
তার চেয়ে বেশি তোমাকে
লাগে যে ভাল।