বগুড়ায় জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও যুবদলের অফিস ভাঙচুর করেছেন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা।
শুক্রবার রাত ৮টা থেকে আধঘণ্টাব্যাপী চলে ভাঙচুর ও অগ্নিসংযোগ।
জেলা আওয়ামী লীগ অফিসের সামনে থেকে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা লাঠি মিছিল বের করেন। মিছিলটি সাতমাথা ও থানার মোড় হয়ে ঘুরে শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপি অফিসে হামলা চালায়।
এ সময় জেলা বিএনপি অফিসের কলাপসিবল গেট বন্ধ থাকায় বাইরে থেকে অগ্নিসংযোগ করা হয়। পরে পুলিশ আগুন নিভিয়ে ফেলে। তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
ওই মিছিলটি শহরের গালাপট্টি এলাকায় ঢুকে শহর বিএনপি অফিসে অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে। এরপর শহরের সাতমাথা এলাকায় শহর যুবদল অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।
বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) মঞ্জুরুল হক ভুঞা জানান, তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার বিকেলে বিএনপির মিছিল থেকে আওয়ামী লীগের ব্যানার ও ফেস্টুন ভাঙচুর করেন বিএনপির নেতা-কর্মীরা। এরপর রাতে বিএনপির কার্যালয়ে হামলার এ ঘটনা ঘটেছে।