গাজীপুরে ডিবিতে শ্রীপুর থেকে মাদক সহ আটক-৪

Slider গ্রাম বাংলা


গাজীপুর: পুলিশ সুপার জনাব শামসুন্নাহার পিপিএম মহোদয়ের নির্দেশে, আমীনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি এর সার্বিক দিক নির্দেশনা মোতাবেক ইং ২৩/০৯/২০১৯ তারিখ গাজীপুর ডিবির মাদক বিরোধী স্পেশাল টীম গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ, মোহাম্মদ আফজাল হোসাইন সাহেবের তত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ)/মোজাম্মেল হক এর নেতৃত্বে শ্রীপুর থানাধীন ডোমবাড়ীচালা সাকিনে জৈনা বাজার হইতে কাওরাইতগামী রাস্তার দেলোয়ার ষ্টোর নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর ২১.৪০ ঘটিকায় অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে মাদক ক্রয় বিক্রয়কালে মাদক ব্যবসায়ী ১। মোঃ শাহীন আলম (২০), পিতা-মৃত আব্দুল খালেক, সাং-গলদাপাড়া, পোঃ-হয়দেবপুর, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর’কে গ্রেফতার করে। ১। মোঃ শাহীন আলম এর হেফাজত হইতে ৪০ (চল্লিশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই সংক্রান্তে এসআই (নিঃ)/বিজন বৈদ্য বাদী হয়ে আসামীর বিরুদ্ধে শ্রীপুর থানার মামলা নং-৯৬, তারিখ-২৪/০৯/২০১৯ খ্রিঃ দায়ের করেন।

পুলিশ সুপার জনাব শামসুন্নাহার পিপিএম মহোদয়ের নির্দেশে, আমীনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি এর সার্বিক দিক নির্দেশনা মোতাবেক ইং ২৩/০৯/২০১৯ তারিখ গাজীপুর ডিবির মাদক বিরোধী স্পেশাল টীম গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ, মোহাম্মদ আফজাল হোসাইন সাহেবের তত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ)/মোজাম্মেল হক এর নেতৃত্বে শ্রীপুর থানাধীন ফরিদপুর সাকিনে হাজী মোঃ ইয়াকুব আলীর বাড়ির সামনে ইটের সলিং রাস্তার উপর ১৯.৪৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে মাদক ক্রয় বিক্রয়কালে মাদক ব্যবসায়ী ১। ইব্রাহিম ফকির (৩২), পিতা-মৃত আলাউদ্দিন ফকির, সাং-ফরিদপুর, পোঃ-তেলিহাটী, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর, ২। মোঃ মুনছর (২৭), পিতা-মৃত আঃ হামিদ, সাং-আলিরঘাট, পোঃ-বেতাগইর, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ, এ/পি-সাং-নজরুল এর বাড়ীর ভাড়াটিয়া, নয়নপুর, নতুন বাজার, (দক্ষিন ধনুয়া গন্ধাস্কুল সংলগ্ন), থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর, ৩। মোঃ রুবেল রানা (২৮), পিতা-মৃত মোঃ মুজিবর রহমান, সাং-আত্রামবাড়ী, পোঃ-ভলদি আটা বাজার, থানা-ধনবাড়ী, জেলা-টাঙ্গাইল, এ/পি-সাং-মামুনের বাড়ীর ভাড়াটিয়া, নয়নপুর (নতুন বাজার মোড়), থানা-শ্রীপুর, জেলা-গাজীপুরদের’কে গ্রেফতার করে। ১। ইব্রাহিম ফকির এর হেফাজত হইতে ২০০ (দুইশত) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং ১০ গ্রাম হেরোইন, ২। মোঃ মুনছর এর হেফাজত হইতে ১০ (দশ) মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ৩। মোঃ রুবেল রানা এর হেফাজত হইতে ২০ (বিশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই সংক্রান্তে এসআই (নিঃ)/রুমন দাস বাদী হয়ে আসামীর বিরুদ্ধে শ্রীপুর থানার মামলা নং-৯৭, তারিখ-২৪/০৯/২০১৯ খ্রিঃ দায়ের করেন।

প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *