সুনামগঞ্জ: এক দিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন স্বামী। ঠিক পরদিনই ঘরে ঝুলন্ত অবস্থায় মিলেছে স্ত্রীর লাশ। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার রামপুর গ্রামে আজ সোমবার সকালে এ ঘটনা ঘটেছে।
জামালগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রামপুর গ্রামের নিবুল দাস (৩২) ও নিয়তি রানী দাসের (২৯) বিয়ে হয় আড়াই মাস আগে। নিবলু থাই অ্যালুমিনিয়ামের মিস্ত্রি হিসেবে কাজ করতেন। গতকাল রোববার দুপুরে উপজেলার সাচনাবাজারের একটি দোকানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনার ঠিক এক দিন পরেই আজ সকালে ঘরের পেছনের বারান্দায় নিয়তি দাসের ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের লোকজন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। নিহত নারীর পরিবারের লোকজনের ধারণা, স্বামীর মৃত্যুশোক সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।