বাঁচার খুঁটি—–কোহিনূর আক্তার

Slider সাহিত্য ও সাংস্কৃতি

ঢাকা: জীবন ভাস্কর্যের আড়ালে চুড়ান্ত গতিপথ উন্মুক্ত হয়
সেখানটায় নিজেকে মুক্ত দেখা সে তো সর্বোচ্চ চুড়া
আকস্মিক পরিবর্তনে জীবন একটি পূর্ণ যৌবনাবতী ।
হাসি কান্না সে জীবন রূপের মালা ।

আকাশের গাঁয়ে মেঘের ফোঁটা অসাধারণ , সেখানে
কত রূপের মেলা

তা থেকে বঞ্চিত নয় জীবনের সেই অবেলা ।
জীবনের বসতবাড়িতে বসত করে অনেক খানি নিয়মনীতি ।

শক্ত খুটি না হলে উড়ে উড়ে ভেসে যায় গগন ছাড়া অন্ধকারে –,

স্বপ্ন ছাড়া জীবন বড় এক-খানা রসবীহিন তালা।
অনেক খুঁটি চাই লাল হলুদের প্রেমে ,

এক আসমান ছাঁদে একটি লাল গোলাপের চারা
তাঁতেই মন-জমিনে চাষবাস প্রফুল্লতার সকাল স্নিগ্ধ উত্তরণের অপকট মহড়া ।

বর্ষার কদম ,ফাল্গুনের পথ ফুল, শীতের নিশিতে চাঁদ দেখা, গ্রীষ্মে সাগার হাওয়া মন তরীতে ভাসা শ্রেষ্ঠ শ্রেয়সী ।অনুর্বর মনে সাজানো স্বপ্ন খেত,

অকুলান অনুভূতি শিহরিত স্পর্শ আত্মজাকে উদ্ভুত
যৌবনা করে।কল্পনা করুন বিশ্বাস মনোকোঠায় বসতি।
সবই আছে মনো-কাছে সাজিয়ে দেখ রঙ ধূলি ।
খুঁটিতে জোড়াও জীবনের কারাগার পরিদর্শন চতুর দৃষ্টি আকর্ষণীয় মোমবাতি জ্বালিয়ে রাখ,
দোসরের স্বাদ অমৃত ।

২৩/৯/১৯
°°°°°°°°°°°°°

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *