তোমাকে একটি নজর দেখার জন্য,
আমার মনটা,
সব সময়ই ব্যাকূল থাকে।
যতই তোমাকে দেখি
ততই আরো বেশি তোমার,
ভালোবাসার কাছে দূর্বল হয়ে পড়ি;
কিন্তু একটি অচিন ভয়ে
তোমার সামনে এসে দাঁড়াতে পারি না।
আড়াল থেকে তোমাকে দেখতে
আমার খুব ভাল লাগে,
এতটা ভালো লাগে যে,
আমি তা তোমাকে বলে বুঝাতে পারব না।
সামনে থাকলে হয়ত আমি বেশিক্ষণ
তোমার কাছে দাঁড়িয়ে থাকতে পাড়বনা।
কিন্তু বিশ্বাস কর,
তুমি দিবসের প্রতিটা মুহূর্ত,
ঘন্টা-মিনিট-সেকেন্ড আমার দুটি আয়ত নয়ন
শুধু তোমাকেই খুঁজে।
সারাটি দিন ক্লান্ত পথিকের বেশে
তোমার আসার পথে চেয়ে থাকতে ভালো লাগে।
তুমি যখন আমার
খুব কাছাকাছি এসে পড়,
তখন আমি আর নিজেকে মানিয়ে রাখতে পারি না।
তোমার ভালোবাসার অদৃশ্য মায়াজালে বন্ধি হয়ে পড়ি।
যখন আমার দিনের উত্তপ্ত সূর্যের আলোর
অবসান ঘটে রাতের আধাঁরে,
পৃথিবীকে ঘিরে ফেলে তখন
তোমার জন্য ভালোবাসার জোঁৎনার আবীরে রাত্রি জাগতে আমার ভাল লাগে।
একবুক আশা আর ভালবাসার ফুলঝুঁড়ি
হাতে নিয়ে বসে থাকতে ভালো লাগে।
প্রেমের মালা গেঁথে তোমার গলায় পড়াব বলে,
তোমার অনুপস্থিতি আমাকে ভীষণ কষ্ট দেয়।
আমার হৃদয়ের মন্দিরে বেঁজে উঠে বিচ্ছেদের করুন ঘন্টা
আমি যে কিছুতেই তোমাকে ভুলতে পারি না।
সব কিছু ভুলতে পারব,
পাড়ব না শুধু আমি তোমাকে ভুলতে।
তাই তো আমার দৃষ্টির
শুরু থেকে শেষ প্রান্তে
তুমি শুধুই তুমি।