ঢাকা: তত্ত্ববাধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান বলেছেন, পুলিশের নাকের ডগায় ক্যাসিনোগুলো চলছিল। অথচ তারা এসব খুঁজে পায়নি। তাহলে তারা এতদিন কি করছিল? তিনি বলেন, দেশের প্রতিটি সেক্টরে যেখানে দুর্নীতি, চাঁদাবজি, অন্যায়-অবিচারে ভরে গেছে সেখানে রাজনৈতিক দলের অঙ্গ-সংগঠনের কয়েকজনের বিরুদ্ধে অভিযান চালিয়ে এসব বন্ধ করা যাবে না এ ধরনের অভিযান সাময়িক। দেশ যেহেতু চালায় রাজনৈতিক দল, সেহেতু তাদের দলের ভেতরেই সংস্কার করতে হবে। দলের ভেতরে দুর্নীতিবাজ, দখলদারী, লুটেরাদের চিহ্নিত করতে হবে।
দলের ভেতরে সংস্কার হলে অঙ্গসংগঠনগুলোরও সংস্কার হবে। আর দলের ভেতরে দুর্নীতিবাজ রেখে অঙ্গ সংগঠনগুলোর সংস্কার করে কোন লাভ নেই। রাজধানীতে যে ক্যাসিনোগুলো চলছিল এগুলো আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগার সামনেই ছিল। তাহলে পুলিশ এতদিন কি করছিল? কেন তারা এতদিন এসব খুঁজে পেলোনা। আজকে শোনা যাচ্ছে এসব অবৈধ ব্যবস্যার পিছনে রাঘববোয়ালদের নাম বেরিয়ে আসছে। এখন দেখা যাক এসব রাঘববোয়ালরা শেষ পর্যন্ত আইনশৃঙ্খলাবাহিনীর হাতে পৌঁছায় কিনা।