ভালোবাসা সব সময় তার আকৃতি ধারণ করে না
ভালোবাসা উপস্থিতিতে অনুভবের কল্পনাতে খুঁজে পাওয়া যায়।
না দেখে ভালোবাসার মাঝে থাকে,
এক অন্য রকম প্রেমময় মাধূর্য্য
যা কখনো কল্পনা করার মত নয়।
কেবলি তাকে হৃদয়ের অন্তস্থল থেকে
অনুভব করতে হয়।
দুটি চোখের ভালোবাসা সবচেয়ে বেশি,
কান্না করলে একি সাথে করে,
একসাথে পলক ফেলে
আবার একি সাথে
ঘুমিয়ে পড়ে শান্তির নীড়ে।
কেউ কখনো কাউকে দেখেনি,
দেখা ও হবেনা কখনো;
তা যেনেই ভালোবাসে অনুভবের কল্পনাতে।
দুটি প্রাণ হয়েছে এক
হয়েছে যে মিলন,
এ ভালোবাসার কখনো
হবে না যে মরন।
কিছু ভালোবাসা আছে
অদৃশ্য শক্তি করে বিনিময়
নিজে হেরে গিয়ে
অপর কে করে জয়।