লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবকের মৃত্যু, দুই পুলিশ আহত

Slider জাতীয় বাংলার মুখোমুখি


লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলায় দুই ডাকাতদলের মধ্যে ‘বন্ধুকযুদ্ধে’ আরিফ হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ শনিবার (২১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার শাকচর এলাকার একটি পরিত্যক্ত ইটভাটায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে একটি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

এদিকে পুলিশ বলছে, ঘটনার সময় উপজেলার শাকচর এলাকায় দুই ডাকাতদলের মধ্যে বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে। এক পর্যায়ে গুলির আওয়াজ শুনে টহল পুলিশ ঘটনাস্থল ছুটে যায়। এতে তাদের দুই সদস্য আহত হয়। এ সময় জীবন বাঁচাতে তারা নয় রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। পরে ডাকাতরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহতরা হলেন সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোতাহের হোসেন ও কনস্টেবল সোহেল রানা। তাদেরকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত আরিফ শকচর গ্রামের আমির হোসেনের ছেলে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, ধারণা করা হচ্ছে, আরিফ ডাকাত দলের সদস্য। তার লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *