গোপালগঞ্জে ট্রাকে বাসের ধাক্কায় পুলিশসহ নিহত ৪

Slider জাতীয় সারাদেশ


গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুরে ঢাকা-খুলনা মহাসড়কে থেমে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় পুলিশের উপপরিদর্শকসহ ৪ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। আজ শনিবার ভোর ৪টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চারজন হলেন গোপালগঞ্জ পুলিশ লাইনের উপপরিদর্শক আবদুর রশিদ, নাজিরপুরের নারায়ণ হাওলাদারে ছেলে বিজন হাওলাদার (২৫), ওই বাসের চালকের সহকারী রাসেল (২৪) এবং যশোরথ মণ্ডলের ছেলে কমল মণ্ডল (২৫)। আবদুর রশিদ ছাড়া অন্যদের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর এলাকায়।

আহত লোকজনকে গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে পিরোজপুরের নাজিরপুর যাচ্ছিল।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জানে আলম জানান, ভোর ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের পিরোজপুরের নাজিরপুরগামী একটি নৈশ কোচ (ঢাকা মেট্রো-ব-১৫-৩৮৫৫) ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২০-৭০৮৪) পেছনে এসে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। আহত যাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *