টঙ্গী: গতকাল ২০/০৯/২০১৯ ইং মধ্য রাতে গোপন সংবাদের মাধ্যমে টঙ্গী পূর্ব থানার একটি টহল টিম জানিতে পারে টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী টু কালিগঞ্জ রোডস্থ ৬নং শরীফ কিয়ামুদ্দিন মাষ্টার রোডের পূর্ব পাশে জাভান হোটেলের মধ্যে অবৈধভাবে বিদেশী মদ/ বিয়ার ক্রয় বিক্রয় হইতেছে।
উক্ত হোটেলে উৎশৃংখল ও বিপদগামী নারী পুরুষ অবৈধ মেলামেশা সহ উচ্চস্বরে নাচগান করিয়া এলাকার জন শান্তি ভঙ্গ করিতেছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে বিষয়টির সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য অফিসার ইনচার্জ জনাব কামাল হোসেন নের্তৃত্বে ০২.৪৫ ঘটিকার সময় উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে ছয় (০৬) জন পুরুষ ও বার (১২) জন মহিলাকে অসামাজিক কার্য-কলাপের অভিযোগে আটক করা হয়। আটককৃতদের দখল হতে ৩৩ বোতল বিদেশী মদ , ৬০ ক্যান বিয়ার উদ্ধার করা হয় ও ১,০৫,০০০/- টাকা নগদ উদ্ধার করা হয়।
উক্ত ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রেস বিজ্ঞপ্তি