কেমন হবে শনিবারের গাজীপুর

টপ নিউজ

image_167748.gazipur-02

মোঃ জাকারিয়া/সামসুদ্দিন স্টাফ করেসপন্ডেন্ট গাজীপুর: অবশেষে গাজীপুরের ভাওয়াল বদরে আলম বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জারী হল  ১৪৪ধারা। শনিবার বেলা ২টা থেকে পরবতি নিদেশ না দেয়া পযন্ত জনসভাস্থেলে ওই আদেশ কাযকর থাকবে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকা রয়েছে বিধায় গাজীপুর জেলার কোথাও সভা সমাবেশ হবে না। গাজীপুরে কি হবে শনিবারে! অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার গাজীপুরে সম্ভাব্য কি পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং সরকার কি ধরণের ব্যবস্থা নিয়েছেন তা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন পাঠকদের জন্য তুলে ধরা হল। শুক্রবার বেলা ২টা থেকে ১৪৪ ধারা আদেশ কাযকর হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার মোঃ হারুনর রশীদ। সারাদেশ বাসীর নজর এখন গাজীপুরের দিকে। ওই উদ্বেগ উৎকন্ঠার সঙ্গে যুক্ত হয়েছে বিশ্বাসীও। ২৭ ডিসেম্বর শনিবার বিকালে গাজীপুর জেলা শহরের ভাওয়াল বদরে আলম সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে দুটি দল সমাবেশ আহবান করেছে। মাঠের অনুমতি নিয়ে বিএনপি সমাবেশের কাজ শুরু করলেও আইন শৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসন অনুমতি দেয়নি। আর ছাত্রলীগ অনুমতির আবেদন করে সমাবেশের কাজ করছে। ফলে দু’পক্ষই সামবেশের প্রস্তুতি নিচ্ছে। এই অবস্থায় সৃষ্টি হয়েছে ধুম্রজালের। জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্নের। গাজীপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক ডাঃ মাজহারুল আলম মন্ডল বলেছেন, বেগম জিয়া গাজীপুরে আসবেন এটা নিশ্চিত। কোন বাঁধাই আটকাতে পারবে না। বেগম জিয়া যথাসময়ে ঢাকা থেকে রওনা হবেন। বেগম জিয়ার গাড়ি বহরের সঙ্গে রাস্তায় যোগ দিবেন হাজার হাজার নেতা-কমী। গাজীপুর জেলার প্রবেশমুখে টঙ্গীতে বেগম জিয়ার সঙ্গে যোগ দেবেন ২০ হাজারের ও বেশী নেতা-কমী। বেগম জিয়া টঙ্গী অতিক্রম করার সঙ্গে সঙ্গে গাজীপুর জেলার চারিদিক থেকে হাজার হাজার নেতা-কমী ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ মাঠের দিকে আসতে থাকবেন। সূত্র জানায়, বৃহত্তর ময়মনসিংহ সহ গাজীপুরের উত্তর অংশের নেতা-কমীরা সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে জড়ো হয়ে থাকবেন। গাজীপুরের পশ্চিম অংশের নেতাকমীরা কোনাবাড়ি আরিফ কলেজ মাঠে জড়ো হবেন। কালিগঞ্জ ও নরসিংদী সহ পুবাঞ্চলের জেলা গুলোর নেতা-কমীরা পূবাইল কলেজ মাঠে জমায়েত থাকবেন। কিশোরগঞ্জ সহ উত্তর পুবাঞ্চলের নেতা কমীরা রাজেন্দ্রপুরে জমায়েত হবেন। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া ইউং এর দায়িত্বশীল সূত্র জানায়, বেগম জিয়া গাজীপুরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সারাদেশ থেকে হাজার হাজার নেতা-কমী গাজীপুর জেলার বিভিন্ন প্রবেশ পথ দিয়ে গাজীপুরের ভাওয়াল কলেজ মাঠে প্রবেশ করবেন। কোন বাঁধা এলে বেগম জিয়া যে খানে বাঁধাপ্রাপ্ত হবেন ওই খানেই সমাবেশ করে কঠোর কমসুচি ঘোষনা করবেন। গাজীপুর জেলা ছাত্রলীগের আহবায়ক দেলোয়ার হোসেন জানান, গাজীপুরে শনিবারের সমাবেশ সফল করতে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে গাজীপুর জেলা ও মাহনগর ছাত্রলীগের শনিবারের বিক্ষোভ সমাবেশের সঙ্গে একাত্মতা ঘোষনা করে মাঠে নেমেছে শ্রমিকলীগ, সেচ্ছা সেবকলীগ ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন। দেলোয়ার বলেন, শনিবার গাজীপুর জেলার সকল ইউনিট থেকে নেতা-কমীরা মিছিল সহকারে ভাওয়াল বদরে আলম কলেজ মাঠে আসবেন। গাজীপুর জেলার প্রবেশধার টঙ্গীতে বেগম জিয়ার আগমনকে প্রতিহত করা হবে। তাকে গাজীপুরের মাটিতে প্রবেশ করতে দেয়া হবে না। এছাড়া গাজীপুর জেলার সকল প্রবেশমুখে নেতাকমীরা অবস্থান করবেন। গাজীপুরের পুলিশ সুপার হারুনর রশীদ বলেছেন, শনিবার ভাওয়াল কলেজ মাঠে কাউকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়নি। তাই কোন সমাবেশ হবে না। কেউ আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তাৎক্ষনিকভাবে সবোচ্চ ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে জনসভাস্থলে ১৪৪ ধারা জারী করা হয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুতি আছে বলে জানান তিনি। গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নুরুল ইসলাম জানান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে গাজীপুর জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানান নুরুল ইসলাম। সাধারণ মানুষ বলছেন, গাজীপুরে দুই দলের জনসভাকে ঘিরে সৃষ্ট উত্তেজনায় আতঙ্ক বিরাজ করছে। কি হয় কি হচ্ছে ওই আশংকায় আছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *