‘আল্লাহর ওয়াস্তে ছবি তুইলেন না’ আমাকে বেইজ্জতি কইরেন না

Slider জাতীয় বাংলার মুখোমুখি

ঢাকা: প্রায় দশ কোটি টাকা নগদ ও দুইশ কোটি টাকার এফডিআর চেক এবং অবৈধ অস্ত্রসহ যুবলীগ নেতা জি কে শামীমকে আটক করেছে র‌্যাব।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর নিকেতনের তার কার্যালয়ে অভিযান চালিয়ে আটক করা হয়। এসময় সাংবাদিক ও র‌্যাব সদস্যদের দেখে হতভম্ব হয়ে যান শামীম।

বিশেষত সাংবাদিকদের একের পর এক ছবি তোলা ও ভিডিও ধারণ দেখেই অবাক হন। ভাবতেই পারেননি কার্যালয়ে র‌্যাব ও সাংবাদিক আসবেন।

সাংবাদিকদের ছবি না তোলার আকুতি জানিয়ে শামীম বলেন, ‘আল্লাহর ওয়াস্তে ছবি তুইলেন না, আমাকে বেইজ্জতি কইরেন না। আমার একটা সম্মান আছে। এখানে যা হচ্ছে, আপনারা দেখছেন। কিন্তু আমাকেও আত্মপক্ষ সমর্থন করতে দিতে হবে।’ এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্লিজ ছবি তুলবেন না।’

তার এ কথা শুনে র‌্যাবের এক কর্মকর্তা শামীমকে বলেন, ‘আপনি আমাদের সহযোগিতা করেন। আমাদের সহযোগিতার জন্য ও অভিযানের সচ্ছতার জন্য মিডিয়া আমাদের সহযোগিতা করছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *