জাতীয় অধ্যাপক ড.আনিসুজ্জামান বলেছেন, ছাত্র রাজনীতিতে এখন পর্যন্ত ইতিবাচক কোন পরিবর্তন দেখছিনা। ছাত্রনেতাদের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে কিন্তু সামগ্রিকভাবে ছাত্র রাজনীতির বদল হয়েছে বলে মনে হয়না। তবে সামনে পরিবর্তন হবে বলে আশা করি।
ছাত্র রাজনীতিতে পরিবর্তন আনতে হলে যেমন রাজনৈতিক দলগুলোকে পদক্ষেপ নিতে হবে তেমনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও পদক্ষেপ নিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। এটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক দায়িত্ব। আগে ছাত্র লেখাপাড়ার করতো, পাশাপাশি রাজনীতি করতো। এখন ছাত্র রাজনীতিতে ব্যাপক টাকার প্রসার ঘটেছে। এটা হচ্ছে ছাত্র রাজনীতির বিকারের দিক। এট কে তো আর ছাত্র রাজনীতি বলা যাবে না। এখনকার ছাত্র রাজনীতি হচ্ছে ছাত্র রাজনীতিকে অবলম্বন করে আর্থিক সুবিধা নেয়া। ছাত্র রাজনীতিতে পরিবর্তন আনতে হলে প্রকৃত ছাত্রদের সম্পৃক্ত করতে হবে ছাত্র রাজনীতিতে।