ডেস্ক | যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে গোলাগুলির ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচ জন। বৃহস্পতিবার হোয়াইট হাউজের অদূরেই এই গোলাগুলি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে পুলিশকে উদ্ধৃত করে বলা হয়, এ ঘটনায় এখনো কোনো সন্দেহভাজনকে আটক করেনি পুলিশ। এমনকি হামলার উদ্দেশ্য স¤পর্কেও কোনো ধারণা নেউ তাদের।
মেট্রোপলিটান পুলিশ কমান্ডার স্টুয়ার্ট এমারম্যান বলেন, গোলাগুলি বন্ধ হয়েছে। গোয়েন্দারা প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নিচ্ছে ও ভিডিও ফুটেজের সন্ধান করছে।
আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। বাকিরা হালকা আহত হয়েছেন। তবে কেউই মৃত্যুর ঝুঁকিতে নেই বলে জানান এমারম্যান। হতাহতদের প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার কলাম্বিয়া হাইটস শহরতলীতে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে হোয়াইট হাউজের দূরত্ব প্রায় তিন কিলোমিটার। রাত ১০টার দিকে সেখানে একটি এপার্টমেন্ট ভবনের বাইরে গোলাগুলি হয়।