রাতুল মন্ডল শ্রীপুর:গাজীপুরের শ্রীপুর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা নেতৃত্বে উপজেলা বরমী বাজারে অভিযান চালিয়ে ১০ হাজার ফিট অবৈধ কারেন্ট জাল জব্দ ও তিন ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
১৯ সেপ্টেম্বর দুপুরে উপজেলার বরমী বাজারে এই অভিযান চালায় উপজেলা মৎস্য অফিস।
আটকৃতরা হলেন, আনোয়ার এন্টারপ্রাইজ থেকে হেলাল উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (২৫),
সুমন ষ্টোর থেকে পাঠানটেক গ্রামের আশকর আলীর ছেলে ইমন (১৯), ও রাহুল ট্রেডার্স হতে পাইটালবাড়ী গ্রামের মৃত মনজুর হোসেনের ছেলে মামুন মিয়া (২৫)।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল্লাহ বলেন, যাতে মৎস্য প্রজনন সঠিতভাবে বৃদ্ধি পায় সে জন্য ইউএনও’র নেতৃত্বে অভিযান অব্যাহত থাকবে। অভিযানে অংশ নেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বদিউজ্জামান, শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এস আই) আমিনুল ইসলামসহ অনন্যরা।
ভ্রাম্যমাণ আদালতে বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফিন বলেন, জব্দকৃত ১০ হাজার ফিট অবৈধ কারেন্ট আগুনে পুড়িয়ে দেয়া হয়।
আটককৃত তিনি ব্যক্তিকে নগদ ১১ হাজার টাকা অর্থ দন্ড প্রধান করা হয়।