গাজীপুরে বিএনপির পূর্বনির্ধারিত জনসভাস্থলে ১৪৪ ধারা জারির বিষয়ে আজ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে দলটি। সন্ধ্যায় দলের নীতিনির্ধারকদের বৈঠক শেষে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, সন্ধ্যায় শীর্ষ নেতারা বৈঠক করে দলের অবস্থান ব্যাখ্যা করবেন। এ ছাড়া রাতে জ্যেষ্ঠ নেতাদের নিয়েও বৈঠক করবেন বিএনপির চেয়ারপারসন।
প্রসঙ্গত, ২৭ ডিসেম্বর বিএনপির জনসভা ও একই স্থানে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ ঘিরে গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শুক্রবার দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার হারুন-অর-রশিদ।
বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় দল থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বহিষ্কার না করলে এবং বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে ২৭ ডিসেম্বর গাজীপুরে বিএনপির জনসভা প্রতিহত করা হবে বলে ঘোষণা দেয় ছাত্রলীগ। এই দাবিতে সমাবেশস্থলে পাল্টা সমাবেশের ডাক দেয় সংগঠনটি।