বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ৩ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
শুক্রবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তসরুজ জামানের আদালত গয়েশ্বর রায়ের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
বিকেল ৩টায় ডিবি পুলিশ তাকে আদালতে হাজির করে ১০দিনের রিমান্ড আবেদন করেন। এর আগে গয়েশ্বর চন্দ্র রায়কে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয় থেকে আদালতে নেওয়া হয়। আজ ভোর ৬টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর আয়েশা কমপ্লেক্সের একটি বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।
জানা যায়, খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে সংঘর্ষের সময় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় শাহবাগ ও চকবাজার থানায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে। মামলা দুটিতে পুলিশের কাজে বাধা প্রদান, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ছবি বিশ্বাসকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। শাহবাগ থানায় করা মামলায় গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেফতার দেখানো হয়েছে।