জানেন কি একটি সুন্দর হেয়ার কাট বদলে দিতে পারে আপনার সম্পূর্ণ লুক? তবে যদি কোনো বিশেষ উপলক্ষে চুল কাটতে চান তাহলে আগের দিন নয়, অন্তত এক সপ্তাহ হেয়ার কাট করিয়ে নিন। ঝোঁকের মাথায় চুলের স্টাইল বদলাবেন না। অন্যকে যেটা ভালো দেখাচ্ছে সেটাতে আপনাকে ভালো নাও দেখাতে পারে। যে ধরনের হেয়ার স্টাইল মেনটেন করতে পারবেন, সে ধরনের হেয়ার কাটই করান। হেয়ার কাট করাতে যাবার আগে নিয়ে নিন কয়েকটি বেসিক আইডিয়া।
গোলাকৃতি
থুতনি নিচ পর্যন্ত চুল রাখুন ফলে মুখ অনেকটাই চাপা বা লম্বাটে লাগবে। গোল মুখে লং লেয়ার সবচেয়ে ভালো মানায়। চুল বাঁধার সময় একটু ফুলিয়ে নিয়ে বা বুফো করে বাঁধলে দেখতে ভালো লাগে। তবে ব্লান্ট কাট এড়িয়ে চলুন।
ওভাল বা ডিম্বাকৃতি
ওভাল মুখে যেকোনো কাটই মানায়। তবে শর্ট লেয়ারস এড়িয়ে চলুন।
লম্বাটে
লম্বা, স্ট্রেট চুল হলে বড় লকস ভালো দেখাবে। ভি শেপড কাট এবং মুখের সামনের দিকে লেয়ারস রাখুন। কার্ল বা হেয়ার ওয়েভসও এই মুখে ভালো মানায়।
চারকোনা বা চৌকো
স্পাইকি কাট করতে পারেন। জ লাইন থেকে স্লিক স্টাইলে লেয়ারস করলেও মুখ চারকোনা দেখাবে না। কপালের সামনে ছোট চুল রাখুন। তবে রাখবেন বব কাট ও ব্লান্ট কাট চারকোনা মুখে একদম মানায় না।
পরামর্শ দিয়েছেন-
কাজী যুথী
রূপ বিশেষজ্ঞ
– প্রিয় ডটকম