হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের সদর উপজেলায় বজ্রপাতে নারী ও পুরুষসহ সাতজন আহত হয়েছেন।
এদের মধ্যে তিনজনকে আশংক্ষাজনক রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
রোববার(১৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বিমানবন্দর এলাকার মিলেটারী ফার্মে এ দুর্ঘটনা ঘটে।
আহত শ্রমিকরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নের খামাড় পাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মফিজুল ইসলাম(৪০), একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শফিকুল ইসলাম শফিক(৪৫), হেকমত আলীর ছেলে দিলদার আলী(৫০), আছির উদ্দিনের ছেলে আমিনুর রহমান(৩৮) ও লালমনিরহাট পৌরসভার কলেজপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে নুরনবী(৪২)।
এদিকে কালীগঞ্জ উপজেলার শৌলমারিচরের মৃত জাহাঙ্গীরের স্ত্রী নুর জাহান ও রহিম মিয়ার স্ত্রী সেলিনা আক্তার।
স্থানীয়রা জানান, উপজেলার ভোটমারী ইউনিয়নের শৌলমারী চরের ধানক্ষেতে কাজ করছিল। হঠাৎ করে আকাশ মেঘলায় হওয়ার পর বজ্রপাত হয়।
ওই সময় দুই নারী আহত হলে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করায়। অন্যদিকে একেই ঘটনা ঘটে সদর উপজেলার মিলেটারী ফার্মে।
হঠাৎ আকাশ মেঘলা হলে তারা সবাই পাশের একটি বেড়াহীন টিনসেড ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটলে তারা ৫জনই আহত হন।
দ্রুত তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজন আশংক্ষাজনক হলে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসকরা রেফাড করেন।
লালমনিরহাট সিভিল সার্জন ডা. কাসেম আলী জানান, বজ্রপাতে আহতদের চিকিৎসার দেওয়া হচ্ছে। এদের মধ্যে তিনজন রংপুরে ভর্তি রয়েছেন।