চলতি বছরের শেষ সপ্তাহে তিনটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত দেশা দ্য লিডার, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ৭১ এর মা জননী ও রোমান্টিক ঘরানার সিনেমাক্ষণিকের ভালোবাসা এ তিনটি সিনেমা সারা দেশে মুক্তি পেয়েছে।
তরুণ নির্মাতা সৈকত নাসির এর প্রথম চলচ্চিত্র দেশা দ্য লিডার সারা দেশে ৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এ সিনেমায় অভিনয় করছেন নবাগত শিপন, মাহিয়া মাহি, তারিক আনাম খান। এছাড়া সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিমুল খান, টাইগার রবি, মুনজুরুল করিম প্রমুখ।
এ সিনেমায় গান রয়েছে পাঁচটি। এই সিনেমায় প্রথমবারের মত একটি গান লিখেছেন মাহি। বাকি গানগুলো লিখেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, সোমেশ্বর অলি, শফিক তুহিন, রবিউল ইসলাম জীবন। গানগুলোর সুর ও সঙ্গীতায়োজন করেছেন শফিক তুহিন, কিশোর।
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমার কাহিনী লিখেছেন সৈকত নাসির। চিত্রগ্রহণে আছেন চন্দন চৌধুরী ও সাহেল রনি। সম্পাদনা করেছেন তৌহিদ হোসেন চৌধুরী। নৃত্য পরিচালনায় হাবিব। বিশেষ দৃশ্য পরিচালনায় আরমান। সার্বিক তত্ত্বাবধানে ইসমাইল দেওয়ান।
সরকারি অনুদানে শাহ আলম কিরণ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘৭১-এর মা জননী’ একটি হলে মুক্তি পেয়েছে। এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আগুন ও নিপুণ। এ ছাড়া অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, ম. ম. মোর্শেদ, গুলশান আরা, মিশু, রাকিব, আবদুল হালিম আজিজ, স্মরণ, মুরশেদ আলম, লিখন, মাহবুব, এলিনা পারভেজ, রিমা, ঈশিতা পায়েল, সোমা ফেরদৌস, মিমা জামান তিথি, পৃথু, সারোয়ার আলম সৈকত, জুয়েল এবং সাজু মেহেদী, সুমাইয়া, মনিকা, সোহানসহ কয়েকজন শিশুশিল্পী।
সিনেমাটি আড়াই হাজারের ‘সাথী’ হলে মুক্তি পেয়েছে। এ প্রসঙ্গে নির্মাতা শাহ আলম কিরন রাইজিংবিডিকে বলেন, ‘৭১-এর মা জননী সিনেমাটি ২৬ মার্চ কে কেন্দ্র করে নির্মিত। আগামী বছর সারাদেশে সিনেমাটি পুনরায় মুক্তি দেয়া হবে। সরকারি অনুদানের হওয়ায় এ বছর মুক্তি দিতে হয়েছে।’
আনিসুল হকের ‘জননী সাহসিনী’ উপন্যাস অবলম্বনে ৭১-এর মা জননী চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন মাহফুজুর রহমান খান।
আবুল কাশেম মণ্ডল পরিচালিত ক্ষণিকের ভালোবাসা শুক্রবার সারা দেশে ৩৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটির কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন জয় চৌধুরী ও শিলা। এ ছাড়াও এতে আরও অভিনয় করেছেন সুব্রত, সিরাজ, হায়দারসহ আরো অনেকে।
শিশির বিন্দু কথাচিত্র প্রযোজিত এ সিনেমাটি রাজমনি, পূরবী, আজাদ, শাহীন ক্যান্ট, মোহনা (কোনাবাড়ি), মাদবী (মধুপুর), বনানী (ফতুল্লা), বসুন্ধরা (রাজবাড়ি), অনুপম (বগুড়া), অবদাস (ফুলবাড়ি) সহ দেশের বিভিন্ন হলে চলছে।