রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে প্রায় দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ শনিবার সকালে অবৈধ ভাবে সিএনজি গ্যাসের অনুমোদনবিহীন বাণিজ্যিক ব্যবহার করে গ্যাস বিক্রির অভিযোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৌর এলাকার বেরাইদের চালা গ্রামে অবস্থিত পুলক সিএনজি স্টেশনকে ৮০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শেখ শামসুল আরেফিন।
অপর দিকে একই দিনে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের পাবুরিয়ার চালা গ্রামের পাশে পারুলিয়া নদীর তীরে জনপথ কেটে মাটি বিক্রি করার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
দন্ড প্রাপ্ত ব্যক্তি রাজাবাড়ি ইউনিয়নের মিঠালু গ্রামের ছফির উদ্দিনের ছেলে মো.জামাল উদ্দিন।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শেখ শাসুল আরেফিন বলেন, পৃথক দুটি অভিযান চালিয়ে নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জরিমানার টাকা রাষ্ট্রীয় কোশাগারে জমা দেয়া হবে।