গয়েশ্বরের মুক্তি দাবি খালেদা জিয়ার

রাজনীতি

tnkমিথ্যা মামলা’ প্রত্যাহার করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

তিনি বলেন, বকশীবাজার এলাকায় বিএনপি নেতা-কর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের পরিকল্পিত আক্রমণের ঘটনায় জনদৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে উল্টো বিএনপির কেন্দ্রীয় নেতাদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। বিএনপি প্রধান এইসব মামলা প্রত্যাহারের দাবি জানান।

শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বলেন, বর্তমান ভোটারবিহীন সরকার এখন শেষ মরণকামড় দেয়ার জন্য বিএনপি নেতা-কর্মীদের ওপর দমন-পীড়নের তীব্রতা বৃদ্ধি করেছে। গয়েশ্বরকে গ্রেফতার সেই প্রতিহিংসার সর্বশেষ বহিঃপ্রকাশ।

শুক্রবার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে তার বাসা থেকে গ্রেফতার এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, বাসায় তল্লাশির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

‘গ্রেফতারের উদ্দেশ্যে’ ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেলের বাসায় আইন-শৃঙ্খলা বাহিনীর তল্লাশিকে এই অবৈধ সরকারের দুর্বৃত্তায়িত চরিত্রেরই পুনরাবৃত্তি বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন।

তিনি বলেন, এই অবৈধ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে, জাতীয় সংসদ দখল করে, জনগণের নাগরিক স্বাধীনতাকে হরণ করে মনে করেছিল চিরস্থায়ীভাবে ক্ষমতার রাজদন্ড ধরে রাখবে। এজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নিজেদের অঙ্গসংগঠনগুলোকে দুর্বৃত্ত বাহিনীতে পরিণত করে তাদেরকে সর্বনাশা আশকারা দিয়ে বিএনপিসহ বিরোধী দলকে দমনে ব্যবহার করে যাচ্ছে।

খালেদা জিয়া বলেন, বকশীবাজার এলাকায় বিএনপি নেতা-কর্মীদের ওপর আওয়ামী সশস্ত্র পান্ডারা যেভাবে পৈশাচিক হামলা করে তাতে মনে হয় এই অবৈধ সরকার এক বর্বর হিংসাযুদ্ধে লিপ্ত হয়ে পড়েছে। সব দেখে শুনে মনে হয় এই সন্ত্রাসী দুঃশাসনের প্রধান মুখপাত্র হচ্ছেন স্বয়ং বর্তমান অবৈধ সরকারের প্রধান।

বিএনপি চেয়ারপারসন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, একদলীয় অপশাসনের শৃঙ্খলে গোটা দেশকেই বন্দিশালায় পরিণত করা হয়েছে। উদ্বেল মিছিলে সংগ্রামী জনগণ এখন শৃঙ্খল ভেঙ্গে এই অবৈধ ক্ষমতাসীনদের ক্ষমতাবিলাসের যবনিকাপাত ঘটাতে ধেয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *