আমরা এখন প্রজায় পরিণত হয়েছি: সুলতানা কামাল

Slider জাতীয় ফুলজান বিবির বাংলা


ঢাকা: জনমানুষের দল আওয়ামী লীগ ক্রমে জনবিচ্ছিন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল। তিনি বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে। তারা নাগরিকদের নাগরিক বোধ দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। আমরা এখন প্রজায় পরিণত হয়েছি। আজ জাতীয় প্রেসক্লাবে যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। সুলতানা কামাল বলেন, প্রতিদিন রাস্তায় মানুষ মারা যাচ্ছে। মহামারির চেয়েও বেশি মানুষ মরছে। এটা তো একটা দেশে হতে পারে না।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাংসদ মইন উদ্দীন খান বাদল বলেন, ৭০ শতাংশ সাংসদই কোটিপতি। তারা তো গত ৩০ বছরেও বাসে চড়েননি। তাহলে সাধারণ মানুষের কষ্ট তারা কী করে সংসদে বলবেন? সাধারণ মানুষের চেয়ে ভিআইপিরাই সড়কে বেশি নিয়মশৃংঙ্খলা ভাঙেন। তিনি ঢাকা শহরে ফ্লাইওভার তৈরির সমালোচনা করেন।
এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক ও বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আহমেদ মজুমদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *