গাজীপুরে বিএনপি নেতাকর্মীদের বাসায় অভিযান, আটক ৯

বাংলার আদালত

image_167744.arrestগাজীপুরে বৃহস্পতিবার রাত হতে শুক্রবার ভোর রাত পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতিসহ নয়জনকে আটক করেছে।
এদিকে শনিবার বিএনপির ডাকা জনসভা এবং একই স্থানে ছাত্রলীগের ডাকা বিক্ষোভ সমাবেশ-স্থল গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে পাঁচ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।
টঙ্গী থানার কর্তব্যরত কর্মকর্তা (ডিউটি অফিসার) উপ-পরিদর্শক (এসআই ) সাজেদা লতা জানান, রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাজীপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক বশির উদ্দিন (৪৫), ইজ্জত আলী (৫৫) এবং রনি মিয়াকে (২৫) আটক করা হয়।
জয়দেবপুর থানার কর্তব্যরত কর্মকর্তা (ডিউটি অফিসার) উপ-পরিদর্শক (এসআই) ফৌজিয়া সুলতানা জানান, রাতে অভিযান চালিয়ে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ছয়জনকে আটক করা হয়েছে। তবে আটককৃতদের নাম জানা যায়নি।
বিএনপির যুগ্ম সম্পাদক ডা: মাজহারুল আলম জানান, রাতে তার বাসাসহ পৌর বিএনপির সভাপতি মীর হালিমুজ্জামান ননী, গাজীপুর জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সভাপতি সৈয়দ হাসান সোহেলেসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বাসায় পুলিশ অভিযান চালিয়েছে। রাতে পুলিশ পূবাইল ইউনিয়ন যুবদল সভাপতি হারুন-অর রশিদ, ভাওয়াল বদরে আলম কলেজ শাখা ছাত্রদলের সদস্য আলমগীর হোসেন ও শিশির চৌধুরীকে ধরে নিয়ে গেছে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজায়েত হোসেন জানান, ভাওয়াল বদরে আলম কলেজ মাঠে শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে। আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ওই স্থানে পাঁচ প্লাটুন পুলিশ মোতায়েন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *