কালীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

Slider রংপুর


হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,বালক(অনুর্দ্ধ-১৭)এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বৃহস্পতিবার বেলা ১২টায় তুষভান্ডার আর.এম.এম.পি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কাকিনা ইউনিয়ন ফুটবল দল ১-০ গোলে দলগ্রাম ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলার দ্বিতীযার্ধে কাকিনা দলের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় মুকুল একমাত্র গোলটি করেন।টুর্নামেন্টে সব্বোর্চ গোলদাতা হন দলগ্রাম দলের সায়মুন এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হন কাকিনা দলের মুকুল।

খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরন করেন সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ,লালমনিরহাট বি-সার্কেলের সহকারী পুলিশ সুপার তাপস সরকার।

এসময় অন্যানের মধ্যে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান,কালীগঞ্জ থানার ওসি আরজু মো:সাজ্জাদ হোসেন,টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আনিছুর রহমান লাডলা,প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে উপজেলার ৮টি দল অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *