ষ্টাফ করেসপনডেন্ট
গ্রাম বাংলা ২৪নিউজ.কম
গাজীপুর অফিস: মৃত্যুদন্ডপ্রাপ্ত বিডিআর সদস্যকে দেখতে গিয়ে সেমাইয়ের সঙ্গে মেমোরি কার্ড প্রবেশের অভিযোগে মা-ছেলে আটক হয়েছেন। মেমোরি কার্ডে আনসারুল্লাহ বাংলাটিম প্রধানের বিশেষ ভিডিও বার্তা রয়েছে বলে জানিয়েছে কারাসূত্র।
শনিবার বেলা ১২টার দিকে গাজীপুর মহানগরের কাশিমপুরে অবস্থিত হাইসিকিউরিটি কেন্দ্রিয় কারাগারে ওই ঘটনা ঘটে।
আটক মা হাজেরা বেগম ও তার ছেলে সাগর মিয়ার বাড়ি মাগুরা জেলার সাঁলিখা থানার বাগডাঙ্গ গ্রামে।
কারা সূত্র জানায়, আটককৃতরা বিডিআর বিদ্রোহ মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত কয়েদী সেলিম রেজার স্ত্রী সন্তান। পবিত্র শবেবরাত উপলক্ষ্যে কারাগারে বিশেষ খাবার পরিবেশন করা হয়। বন্দিদের আত্মীয়স্বজনরাও খাবার নিয়ে আসেন। বেলা সাড়ে ১১টার দিকে কয়েদী সেলিমের স্ত্রী ও ছেলে তাদের বন্দিকে খাওয়ানোর জন্য সেমাই দেয়। খাবার পরীক্ষার সময় পরীক্ষন যন্ত্রে ধরা পরায় সেমাইয়ের বাক্স থেকে একটি মেমোরি কার্ড উদ্ধার হয়।
সূত্র জানায়, মেমোরি কার্ডটি কম্পিউটারে দিয়ে দেখা যায়, এতে আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান জসিম উদ্দিন রহমানীর বিশেষ ভিডিও বার্তা রয়েছে। তবে ওই বার্তায় কি আহবান করা হয়েছে তা জানান নি কারাকর্তৃপক্ষ।
সূত্র আরো জানায়, বিষয়টি উর্ধতন কারা কর্তৃপক্ষকে জানিয়ে পুলিশ ডাকা হয়। অত:পর পুলিশ আলামত জব্দ করে আটককৃতদের নিয়ে যায়।
এ ব্যাপারে হাইসিকিউরিটি কেন্দ্রিয় কারাগার কর্তৃপক্ষ বলেছেন, বিষয়টি স্পর্শকাতর, তাই আমাদের নাম পরিচয় প্রকাশ করবেন না।
একাধিক দায়িত্বশীল সরকারী গোয়েন্দা সূত্র সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেছেন, বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে তোলপাড় পড়ে গেছে। তদন্ত করে দেখা হচ্ছে। তবে কারাগারে জঙ্গী নাশকতার আশংকা রয়েছে কিনা এ বিষয়ে স্পষ্ট কোন মন্তব্য করেননি গোয়েন্দারা।