বলিউডের অভিনয় ক্যারিয়ারে অনেকভাবেই সম্মানিত হয়েছেন বিগ বি খ্যাত অমিতাভ বচ্চন। সঙ্গে পেয়েছেন নানা পুরস্কার। এবার তার মুকুটে যোগ হলো খ্যাতির আরও একটি পালক। যশ চোপড়া স্মৃতি পুরস্কারে সম্মানিত হলেক এ সুপারস্টার।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৫ ডিসেম্বর ভারতের মহারাষ্ট্র সরকার অমিতাভ বচ্চনকে এ পুরস্কারে সম্মানিত করেছে। নিজের পুরস্কার গ্রহণের ছবি টুইটারে পোস্টও করেছেন অমিতাভ।
টুইটারে ছবি পোস্ট করে বিগ বি লিখেছেন, আজ রাতে যশ চোপড়া স্মৃতি পুরস্কারের মঞ্চে আমি সম্মানিত ও কৃতজ্ঞ…খুব নস্টালজিক মুহূর্ত। অন্য একটি টুইটে লিখেছেন, মহারাষ্ট্র সরকার আমাকে এই সম্মান দিল।
যশ চোপড়ার সঙ্গে প্রচুর ব্যবসা সফল সিনেমাতে কাজ করেছেন অমিতাভ। এর মধ্যে দিওয়ার(১৯৭৫), কভি কভি(১৯৭৬), ত্রিশূল(১৯৭৮), কালা পাত্থর(১৯৭৯), সিলসিলা(১৯৮১), মহব্বতেঁ(২০০০), বীর জারা(২০০৪), বান্টি অউর বাবলি(২০০৫) অন্যতম।
পুরস্কার প্রদানের অনুষ্ঠানে বহু মন্ত্রী ও সম্মানিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।