মেহেরপুরের দুই মাছ চাষীকে গলা কেটে হত্যা

Slider জাতীয় সারাদেশ


গাংনী (মেহেরপুর): মেহেরপুরে দুই মাছ চাষীকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার রাত ১২ টার দিকে সদর উপজেলার দরবেশপুর গ্রামের শৈলমারি বিলে নৃশংস এ খুনের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দরবেশপুর গ্রামের মৃত ইদ্রিস আলী মাস্টারের ছেলে রোকনুজ্জামান (৩৭) ও আজাদ আলী বিশ্বাসের ছেলে হাসান আলী (৪৫)। দু’জনের বাড়ি দরবেশপুর গ্রামের উকিল বাড়ি পাড়ায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি রাতের মতো বুধবার রাতেও বিল পাহারা দিচ্ছিলেন রোকন ও হাসান। সেখানে অস্থায়ী পাহারা ঘরে অবস্থানকালে কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত হানা দেয়। এ সময় তারা রোকন ও হাসানের হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে মেহেরপুর সদর থানা, বারাদি পুলিশ ক্যাম্পসহ পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোকন ও হাসানের বাড়ির পাশেই বিল। নাম শৈলমারি বিল। সরকারি বিল ইজারা নিয়ে বেশ কয়েক বছর ধরে মাছ চাষ করে আসছেন তারা।

রোকন ও হাসান আলী কয়েকজন লোক নিয়ে প্রতি রাতেই পাহারা দেন। দীর্ঘদিন থেকেই তারা এভাবেই মাছ চাষ করে আসছিলেন। দলীয় পদ পদবী না থাকলেও তারা দু’জনই স্থানীয় আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত।

তবে কি কারণে বা কারা এই হত্যাকা- ঘটিয়েছে তা এখনই ধারণা করতে পারছে না পরিবার ও পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *