মুন্সীগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের চর বাউশিয়া এলাকায় মঙ্গলবার দুপুরে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুই বাসযাত্রী নিহত হয়েছেন।
এই ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। নিহতদের নাম জানা যায়নি। আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন খান জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১১-১৬৯৪) নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যন্ড অতিক্রম করে লং সাইডে চলে যায়। এ সময় কুমিল্লা থেকে ঢাকামুখী একটি কাভার্ডভ্যানের (চট্র মেট্রো-ট ১১-৭৪৬৪) সাথে সংঘর্ষ বাঁধে। এ সময় যাত্রীবাহী বাসটি উল্টে যায়। ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। কাভার্ডভ্যানের চালক সফিউদ্দিন ও হেলপার রবিনসহ ১৫ জন আহত হন। নিহতদের মরদেহ গজারিয়া থানায় রাখা রয়েছে।