সুইডেনের একটি মসজিদে দুবৃর্ত্তদের দেয়া আগুনে পাঁচ মুসল্লি আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্টকহোমের পশ্চিমে এসকিলসটোনা শহরে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এ হামলাকে দেশটির রাজনৈতিক বিভক্তি ও চরমপন্থীদের উত্থানের নমুনা হিসেবেও দেখা যাচ্ছে।
পুলিশ মুখপাত্র লারস ফানজেল বলেন, “ অজ্ঞাত এক দুবৃর্ত্ত মসজিদের জানালা দিয়ে কিছু একটা নিক্ষেপ করে। তারপরেই এর ভিতরে আগুন ধরে যায়।”
তিনি বলেন, “হামলার সময় মসজিদটিতে ১৫ থেকে ২০ জন মুসল্লি অবস্থান করছিলেন।”
হামলার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সুইডেন ইসলামিক এসোসিয়েশন প্রধান ওমর মোস্তফা বলেন, “সুইডেনে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা বাড়ছে।”