ঢাকা: জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ ও উপনেতা হিসেবে পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে স্বীকৃতি দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আজ সোমবার সংসদ সচিবালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে জি এম কাদের এ পদ দুটিতে স্বীকৃতি দিতে স্পিকারকে অনুরোধ করেন।
জাতীয় পার্টির সাংসদ রওশন এরশাদ ময়মনসিংহ-৪ এবং জি এম কাদের একই দলের লালমনিরহাট-৩ আসনের সাংসদ। আইন অনুযায়ী বিরোধীদলীয় নেতা মন্ত্রী ও উপনেতা প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার পদটি শূন্য হয়।
গতকাল রোববার রওশনকে জাপার সংসদীয় দল বিরোধীদলীয় নেতা করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়। কিন্তু উপনেতা বাছাই করতে পারেনি সংসদীয় দল।
ওই দিন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাপার মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের বলেন, উপনেতা কে হবেন তা বিরোধীদলীয় নেতা চূড়ান্ত করবেন।