আসামে জঙ্গিদের দেখামাত্র গুলির নির্দেশ

সারাবিশ্ব

image_167734.assam20120725143904ভারতের আসাম রাজ্যের জঙ্গিহানা কবলিত শোনিতপুর সহ তিন জেলায় কারফিউ জারি করল রাজ্য সরকার৷ জঙ্গিদের দেখা মাত্র গুলি করার নির্দেশ দিল স্বরাষ্ট্র দফতর৷কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে৷

বৃহস্পতিবার অসমের শোনিতপুর, কোকরাঝাড় সহ মোট তিনটি জেলার জারি করা হল কারফিউ৷ ইতিমধ্যেই ৭৫ জন বোড়ো জঙ্গিকে চিহ্নিত করেছে সেনাবাহিনী৷ রাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে জঙ্গিরা আত্মসমর্পণ না করলে দেখামাত্র তাদের গুলি করা হবে৷
এদিন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, জঙ্গি মোকাবিলায় অসম সরকারকে সব ধরনের সাহায্য করবে কেন্দ্র৷ঘটনার জেরে আধা সমারিক বাহিনীর একটি দল ইতিমধ্যেই অসমে পৌঁছে গিয়েছে৷ পাশাপাশি বিষয়টি নিয়ে ভুটান সরকারে সঙ্গে ইতিমধ্যেই আলোচনা করেছে দেশের রাষ্ট্রমন্ত্রক৷সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে বাড়তি নিরাপত্তা৷ ভুটান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে জঙ্গি দমনে সব ধরনের সাহায্য করা হবে তাদের পক্ষ থেকে৷
উল্লেখ্য, মঙ্গলবার অসমের তিন জেলায় আদিবাসী সম্প্রদায়ের ওপর নির্বিচারে বোড়ো জঙ্গিদের গুলি চালানোর ঘটনার জেরে অসম-বাংলা এবং অসম-ভুটান সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
বুধবার সকাল থেকেই আলিপুরদুয়ার জেলার অসম-বাংলা সীমান্তবর্তী বারোবিশা চেকপোস্টে পুলিশ, গোয়েন্দা ও আধাসামরিক বাহিনীর নজরদারিও চালানো হয়েছিল। আলিপুরদুয়ারের কুমারগ্রামের অসম-ভুটান সীমান্তবর্তী কালীখোলা চেকপোষ্টে ভুটান ও ভারতের দিক থেকে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। আলিপুরদুয়ারের কালচিনি জয়গাঁ ফুন্টশিলিংয়ে বিশেষ নজরদারি চালানো হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *