যেকোনো মূল্যে গাজীপুরে সমাবেশ: ফখরুল

টপ নিউজ রাজনীতি

image_111601_0যেকোনো মূল্যে গাজীপুরে ২০ দলীয় জোট সমাবেশ করবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে ফখরুল এ ঘোষণা দেন।

শ্যালা নদীতে ট্যাংকারডুবির ঘটনার তদন্ত প্রতিবেদক তুলে ধরতেই বিএনপি এ সংবাদ সম্মেলন আয়োজন করে।

ফখরুল বলেন, “শান্তিপূর্ণভাবে দেশের সংকট উত্তরণে কাজ করতে চাই। যে ভয়াবহ পরিস্থিত সৃষ্টি হচ্ছে সেখান থেকে সরে এসে প্রধানমন্ত্রী উদ্যোগ গ্রহণ করবেন। নয়তো জনগণ পরিস্থিত ভয়াবহতার দিকে নিয়ে যাবে। আমরা যাবো। আগেই বলেছি যেকোনো মূল্যে সমাবেশ হবে। আমরা আগামীকাল সকালে গাজীপুরের উদ্দেশে রওয়ানা করবো।”

তিনি বলেন, “গাজীপুরে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে চাই। কিন্তু সরকার নৈরাজ্য সৃষ্টির জন্য ছাত্রলীগকে দিয়ে গাজীপুরের সমাবেশে বাধা দেয়ার অপচেষ্টা করছে।”

পুলিশের ছত্রছায়ার গাজীপুরে ছাত্রলীগের কর্মীরা বিএনপির নেতাদের বাড়ি-বাড়ি হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম, খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিয়া, খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *