ঢাকা: বাংলাদেশ যে কোনো ধরনের সামরিক জোটে যোগদান এড়িয়ে চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। তিনি বলেন, তবে নিজেদের স্বার্থরক্ষা করেই অন্য জোটে যোগদান করা হচ্ছে।
আজ রবিবার রাজধানীর হোটেল গার্ডেনিয়ায় সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘বেল্ট অ্যান্ড রোড: তুলনামূলক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের অবস্থান’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী পর্বে যোগ দিয়ে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিশ্বের প্রেক্ষাপট দ্রুত বদলে যাচ্ছে উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, আমরা এর সঙ্গে তাল মিলিয়ে চলছি। সে কারণেই বাংলাদেশ যেকোনো ধরনের সামরিক জোটে যোগদান এড়িয়ে চলছে।
চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) বাংলাদেশ যোগ দিয়েছে জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে আমরা লাভবান হবো বলে আশা করি। এতে বাংলাদেশের অর্থনীতি, ব্যবসা, বাণিজ্য, যোগাযোগসহ নানা বিষয়ে সহযোগিতা বাড়বে।