এরশাদের আসনে মনোনয়ন পেলেন আওয়ামী লীগের প্রার্থী রাজু

Slider জাতীয় রংপুর

ঢাকা: বিরোধীদলীয় নেতা এইচ এম এরশাদের মৃত্যুতে শূন্য রংপুর-৩ আস‌নে উপনির্বাচনে আওয়ামী লী‌গের প্রার্থী হি‌সে‌বে লড়বেন রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু।

শনিবার গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় উপনির্বাচনে তার মনোনয়ন চূড়ান্ত হয়।

সভা শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ এই তথ্য জানিয়েছেন।

রংপুর-৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য চৌধুরী খালেকুজ্জামান, রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. সফিউর রহমান, রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রোজী রহমান প্রমুখ।

আগামী ৫ অক্টোবর রংপুর-৩ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ হবে। সেখানে সম্পূর্ণ ভোট হবে ইভিএমে।

রংপুরের সন্তান এরশাদ গণআন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়ার পরও নিজের এলাকায় বরাবরই তুমুল জনপ্রিয় ছিলেন। ওই আসন থেকে বরাবরই বিপুল ভোটে বিজয়ী হয়ে আসছিলেন তিনি।

গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে মহাজোটের শরিক হিসেবে জাতীয় পার্টির সঙ্গে আসন ভাগাভাগি করে আওয়ামী লীগ। ফলে রংপুরের আসনে তাদের প্রার্থী ছিল না। তবে এবার তারা জোট শরিককে ছাড় দিচ্ছে না।

জাতীয় প্রার্থীর প্রার্থী ঠিক করতে গিয়ে দলের মধ্যে দেখা দিয়েছে চরম বিভেদ। সেখানে এরশাদের ছেলে সাদ এরশাদ প্রার্থী হতে চাইলেও বিরোধিতা করছেন রংপুরের নেতারা।

বিএনপিও এই উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *