ঘন কুয়াশার কারণে প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরিসহ সকল নৌযান চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকার ফলে পরিবহণ ও পণ্যবাহী ট্রাক আটকে পড়ে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বিআইডব্লিউটিসি-সহ একাধিক সূত্রে জানা যায়, মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে বৃহস্পতিবার সন্ধ্যার পরপরই কুয়াশা বেড়ে তা ঘনীভূত হতে থাকে। কুয়াশার তীব্রতা বেড়ে সিগন্যাল বাতি, মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে উঠলে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিক ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। মাঝ নদীতে ১০টি ফেরিসহ রুটের সকল ফেরি নোঙ্গর করে রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
এ সময় কনকনে শীতের মধ্যে ফেরিগুলোতে অন্তত ৩ সহস্রাধিক যাত্রীসহ উভয় পাড়ে কয়েক হাজার যাত্রী ও শ্রমিক আটকা পড়ে দুর্ভোগের শিকার হন।
শুক্রবার সকাল দশটার দিক কুয়াশা কমতে শুরু করলে ফেরিসহ সকল নৌযান চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় পাড়ে আট শতাধিক যানবাহন আটকে পড়ে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
অন্যদিকে বিশ্রামাগার, পর্যাপ্ত বাথরুম না থাকা ও হোটেলগুলোতে বাড়তি দাম রাখায় দুর্ভোগ সংকটে রূপ নিয়েছে।