গাজীপুরের কালীগঞ্জে গাড়িচাপায় সিআইডি’র পরিদর্শক নিহত

Slider গ্রাম বাংলা


গাজীপুর: গাজীপুরগাজীপুরের কালীগঞ্জে গাড়িচাপায় সিআইডি’র পরিদর্শক মোশাররফ হোসেন ভূঁইয়া (৪৯) নিহত হয়েছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় ঢাকা বাইপাস (ভোগড়া-ভুলতা) সড়কের উপজেলার উলুখোলা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

মোশাররফ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বড় মনোহরদী এলাকার মকবুলুর রহমানের ছেলে। তিনি গাজীপুর ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে (সিআইডিতে) কর্মরত ছিলেন।

উলুখোলা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) রুপন চন্দ্র সরকার জানান, পরিদর্শক মোশাররফ নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে গাজীপুরের কর্মস্থলে যাচ্ছিলেন। বুধবার রাতে কালীগঞ্জের ভোগড়া-ভুলতা সড়কের উলুখোলা ব্রিজের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে পরিদর্শক মোশাররফ হোসেন ভূঁইয়া সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মোশাররফ নিহত হন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *