গাবতলীতে বগুড়া পবিস-২’র নশিপুর অভিযোগ কেন্দ্রের উদ্বোধন

Slider সারাদেশ


মাসুদ রানা সরকার বগুড়া:-বগুড়া পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর উদ্যোগে মঙ্গলবার বগুড়ার গাবতলী উপজেলায় নশিপুর অভিযোগ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে অভিযোগ কেন্দ্রের উদ্বোধন করেন সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো: আব্দুল কুদ্দুস।

সমিতি বোর্ডের সহ-সভাপতি জয়নাল আব্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাবতলী জোনাল অফিসের ডিজিএম একেএম মাসুদুর রহমান, বাগবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুসা মিয়া, নশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম মিন্টু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিজিএম (কারিগরি) মো: জাহাঙ্গীর আলম, এজিএম (ও এন্ড এম) মো: আনোয়ার হোসেন, পাওয়ার ইউজ কো-অর্ডিনেটর জহিরুল আহসান, জুনিয়র ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান, সহকারি এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মিজানুর রহমান, নশিপুর অভিযোগ কেন্দ্রের ইনচার্জ আব্দুল মজিদ প্রমুখ। প্রধান অতিথি প্রকৌশলী আব্দুল কুদ্দুস জানিয়েছেন, সদ্য উদ্বোধনকৃত নশিপুর অভিযোগ কেন্দ্রের মাধ্যমে নশিপুর, মহিষাবান এবং বালিয়াদিঘী ইউনিয়নের ১৬টি গ্রামের ১০ হাজার ৬শ’ ১২ জন গ্রাহক অতিদ্রুততার সাথে পল্লী বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন ধরণের সেবা পাবেন। সেবা সমূহের মধ্যে রয়েছে রক্ষণা-বেক্ষণ, অপারেশন, অভিযোগ সমাধান, সিএমও ইত্যাদি। গাবতলী উপজেলায় পল্লী বিদ্যুতের সেবার মান বৃদ্ধিতে শিঘ্রই তরণীহাট এলাকায় একটি ১০ এমভিএ উপ-কেন্দ্র নির্মাণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *