রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা-শ্রীপুর-গোসিংগা সড়কের উন্নয়ন কাজের সূচনা উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে শ্রীপুর চৌরাস্তা এলাকায় স্থানীয় সাংসদ মো.ইকবাল হোসেন সবুজ প্রায় ৬৮ কোটি টাকার উন্নয়নের কাজের শুভ সূচনা উদ্বোধন করেন।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, পৌর মেয়র মো.আনিছুর রহমান, সড়ক ও জনপথের গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মো.সাইফউদ্দিন, বিভাগীয় প্রকৌশলী মো.শামসুজ্জোহা প্রমূখ।
জানা যায়, প্রায় ১৫ কিলোমিটার মাওনা-শ্রীপুর-গোসিংগা-কাপাসিয়া-আড়াল-সনমানিয়া-হাতিরদিয়া আঞ্চলিক মহাসড়কের কাজের বাজেট ধরা হয় ৬৭ কোটি ৬৬ লক্ষ ২৪ হাজার টাকা। এ কাজের আওতায় রয়েছে ফ্লেক্সিবল পেভমেন্ট নির্মাণ, রিজিড পেভেমন্ট নির্মাণ, একটি পিসি গার্ডার সেতু নির্মাণ, চারটি কালভার্ট সম্প্রসারণ ও এক হাজার মিটার ড্রেন নির্মাণ। ১২ মাসের মধ্যে কাজ বাস্তবায়ন করা জন্য দু’টি ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি পেয়েছে মাসুদ হাই টেক ইঞ্জিনিয়ারিং লি: ও হাসান টেকনো বিল্ডার্স লি: (জেভি)।