বিশ্বরেকর্ডের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। আর মাত্র ৫ রান করতে পারলেই টেস্ট ক্রিকেটের দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক বনে যেতেন তিনি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাকে ১৯৫ রানে থেমে যেতে হয়। ৫ রানের আফসোস নিয়ে ম্যাককালামকে প্যাভিলিয়নের পথ ধরতে হয়।
তবে টেস্টের প্রথম দিনে আপাতত এগিয়ে রয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।
শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যক্তিগত ১৯৫ রান করে থারিন্ডু কৌশলের বলে করুনারত্নকে কট দিয়ে সাজঘরে ফেরেন ম্যাককালাম। মাত্র ১৩৪ বলে তিনি এই রান করেন। ম্যাককালামের ইনিংসটি ১৮টি চার ও ১১টি ছয়ে সাজানো ছিল।
স্বদেশি নাথান অ্যাস্টল ১৫৩ বলে ডাবল সেঞ্চুরি করে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডটি নিজের দখলে রেখেছেন। শুক্রবার সেই রেকর্ড ভেঙে দেয়ার সুযোগ পেয়েও হারালেন চলতি বছর তিনটি ডাবল সেঞ্চুরি করা কিউই ব্যাটসম্যান ম্যাককালাম।
টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ১২টি ছয় মারার রেকর্ড ১৯৯৬ সালে গড়েছিলেন পাক কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। সেই রেকর্ডও ভাঙার দ্বারপ্রান্তে চলে গিয়েছিলেন ম্যাককালাম। তবে ১১টি ছক্কাতেই এই কিউই ওপেনারকে থামতে হয়।
৮৮ রানে ৩ উইকেট হারানোর পর ধুঁকতে থাকা নিউজিল্যান্ডকে চতুর্থ উইকেট জুটিতে উদ্ধার করে ম্যাককালাম ও কেন উইলিয়ামসন (৫৪) জুটি। এই দুজন ১২৬ রানের জুটি গড়লে ম্যাচে ফেরে কিউইরা। এরপর পঞ্চম উইকেট জুটিতে জেমস নিশামকে নিয়ে ১৫৩ রানের জুটি গড়ে দলের হাতে ম্যাচের লাগাম এনে দেন ম্যাককালাম।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৩৯৪ রান। নিশাম ৬৮ ও ওয়াটলিং ১৪ রান নিয়ে ব্যাট করছেন