চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

Slider জাতীয়


ময়মনসিংহ: ময়মনসিংহে মোশাররফ হোসেন (২৫) নামের এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মধ্য দাপুনিয়ার চারালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোশাররফ হোসেন সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের চৌরাস্তা এলাকার বাসিন্দা।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ওই যুবক নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরি ও অটোরিকশার চাবি উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *